ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিবেশবান্ধব জাহাজ নির্মাণে শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ১৩:৩৪, ১২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:২৬, ১৪ জানুয়ারি ২০২৩
পরিবেশবান্ধব জাহাজ নির্মাণে শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়া

২০২২ সালে চার বছরের মধ্যে সর্বোচ্চ ক্রয়াদেশ পেয়েছে দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ডগুলো। এ ছাড়া উচ্চ-মূল্যের ও পরিবেশবান্ধব জাহাজ বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। 

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, অর্থমূল্যে দক্ষিণ কোরিয়া গত বছর মোট ৪ হাজার ৫৩০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে। যা সব ধরনের জাহাজের বৈশ্বিক ক্রয়াদেশের ৩৭ শতাংশ। অবশ্য ৪৯ শতাংশ ক্রয়াদেশ প্রাপ্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে এগিয়ে ছিল চীন। তবে উচ্চ-মূল্যের জাহাজের ক্রয়াদেশ প্রাপ্তিতে একচ্ছত্র আধিপত্য দক্ষিণ কোরিয়ার।

গত বছর এ সেগমেন্টের ক্রয়াদেশে তাদের হিস্যা ৫৮ শতাংশ। জাহাজের সংখ্যায়, বিক্রি হওয়া ২৭০ উচ্চ-মূল্যের জাহাজের মধ্যে ১৪৯টি দক্ষিণ কোরিয়ার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিচালিত জাহাজের ৭০ শতাংশ ক্রয়াদেশ পেয়েছে দেশটির জাহাজ নির্মাতা শিপইয়ার্ডগুলো।

এ ছাড়া পরিবেশবান্ধব জাহাজের ৫০ শতাংশ বাজার হিস্যা দক্ষিণ কোরিয়ার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উচ্চ-মূল্যের এবং পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশটি এখন বিশ্বের এক নম্বরে রয়েছে। জাহাজ নির্মাণ খাতকে সহায়তায় চলতি বছর ১০ কোটি ২৪ লাখ ডলার বরাদ্দ করতে যাচ্ছে দেশটির সরকার।

হাসান//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়