ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় ৭ মার্চ পালিত 

এস.এস সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৮ মার্চ ২০২৩  
মালয়েশিয়ায় ৭ মার্চ পালিত 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। 

আরো পড়ুন:

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। 

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে হাইকমিশনার জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

হাইকমিশনার গোলাম সারোয়ার তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণ করেন। 

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়