কুয়েতের চ্যারিটি সংস্থার কক্সবাজারে ত্রাণ বিতরণ
আ হ জুবেদ (কুয়েত) || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৩০, ১৭ মার্চ ২০২৩

কুয়েতের নামা চ্যারিটি বৃহস্পতিবার বাংলাদেশের কক্সবাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০০ হাজার মানুষকতে জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে।
কুয়েতের নিউজ এজেন্সিকে (কুনা) দেওয়া এক বিবৃতিতে নামা চ্যারিটির রিলিফ এইড প্রধান খালেদ আল-শামারি এ কথা জানান।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট মর্মান্তিক পরিস্থিতির কারণে ওই এলাকায় ত্রাণ সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, কাজেই ত্রাণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে হয়েছে।
/হাসান/এসবি/
আরো পড়ুন