কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত
আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (শ্রম) আবুল হোসেন।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহিদদের সম্মানে নীরবতা পালন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এবং কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ ইকবাল আক্তার। অনুষ্ঠানে বিশেষ এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে সোনালী ব্যাংকের প্রতিনিধি মো. লুতফুর রহমান ও বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকী।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ঢাকা/রফিক
আরো পড়ুন