ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৩  
প্রবাসে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়

প্রবাসীদের সর্বজনীন পেনশন স্ক্রিম চালু ও সব অভিবাসীদের উদ্বুদ্ধ করতে প্রবাসী গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালন করতে হবে। গত ২ সেপ্টেম্বর আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতির হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র আয়োজনে গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি শিবলী আল সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের মধ্যে ছিলেন কর্মাশিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কনস্যুলার লেবার ওয়েলফেয়ার আবদুস সালাম, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন।

বাংলাদেশ লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা, জনতা ব্যাংক আবুধাবির সিইও মোহাম্মদ কামরুজ্জামান, জনতা ব্যাংক দুবাইয়ের ম্যানেজার জামাল হোসেন, জনতা ব্যাংক আবুধাবির সহকারী জেনারেল ম্যানেজার হাবিব উল্লাহ যুক্ত ছিলেন।

বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ সভাপতি ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিক, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদও যুক্ত ছিলেন। 

বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি প্রফেসর আবদুস সবুর, বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক শিকদার শাফায়েত উল্লাহ, আরবান রিডারসের সংগঠক নওশের আলী, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, এনআরবি খুলনার কো-অর্ডিনেটর প্রকৌশলী মইনুল ইসলাম, জয়েন্ট কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়েনের সভাপতি সবুজ হাসান, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটির সভাপতি মারুফ উল হক বিপুল, সাধারণ সম্পাদক শাহ আলম, টেকনাফ সমিতির সভাপতি ড. আবদুস সালাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি মোর্শেদুল আলম, যুগ্ন সম্পাদক এস এম মোদাচ্ছে শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল,সাংস্কৃতিক সম্পাদক ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এস এম সাফায়েতসহ প্রায় ৬০ জন প্রবাসী এতে উপস্থিত ছিলেন।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়