ঢাকা     বৃহস্পতিবার   ০৭ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩০

৭৭ জন ভারতীয় সেনার উপস্থিতি প্রকাশ করলো মালদ্বীপ

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২০ নভেম্বর ২০২৩  
৭৭ জন ভারতীয় সেনার উপস্থিতি প্রকাশ করলো মালদ্বীপ

ভারতকে সেনা প্রত্যাহার করতে বললেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

মালদ্বীপ সরকার আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের ভূখণ্ডে ৭৭ জন ভারতীয় সেনা আছে বলে খবর প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের জননীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এ তথ্য প্রকাশ করেছেন। 

সেক্রেটারি মোহাম্মদ ফিরজুল আবদুল্লাহ খলিল রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ ফিরজুল, মালদ্বীপে ভারতীয় সামরিককর্মীদের নির্দিষ্ট ভূমিকার রূপরেখা দেন। তিনি উল্লেখ করেন, ২৪ জন সেনা হেলিকপ্টার অপারেশনের সাথে জড়িত, ২৫ জন একটি ডর্নিয়ার বিমানের অপারেশনে নিয়োজিত, ২৬ জনকে নতুন করে দ্বিতীয় হেলিকপ্টারের অপারেশনে নিযুক্ত করা হয়েছে। এসব হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল কাজের জন্য অতিরিক্ত দুজন আছেন।

মোহাম্মদ ফিরজুল আরও জানান, মালদ্বীপের ভূখণ্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি সম্পর্কে জনসাধারণের উদ্বেগ সমাধানে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে জোর দিয়েছেন।  

তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের করা জাতির সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে এমন যে কোনো সিদ্ধান্ত বাতিল করবে এই সরকার। এ ছাড়া, গত পাঁচ বছরে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষাধীন রয়েছে।
 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়