আরব আমিরাতে চলছে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’
মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে পর্দা উঠেছে হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর।
চারটি টিমের অংশগ্রহণে দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এদিন স্থানীয় সময় রাত ৯টায় আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে অবমুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্সিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল এবং মামুন তালুকদারসহ আরও অনেকে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।
/হাসান/এসবি/