ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

কুয়েতে ঈদুল ফিতর উদযাপিত 

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১০ এপ্রিল ২০২৪  
কুয়েতে ঈদুল ফিতর উদযাপিত 

ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন ঈদ। বছরে দুটি ঈদ বিশ্বের মুসলমানেরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকেন। যদিও নানা কারণে ঈদুল ফিতরের আনন্দ খানিকটা বেশিই বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মস্থল কুয়েতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল) সকাল ৫টা ৪৩ মিনিটে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদের নামাজে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

এ ছাড়াও, দেশটির আওকাফ কর্তৃক পরিচালিত ও বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থাপনায় মসজিদে সালেহ আল ফুদালা, আহমদ নাজেম, উমর বিন খাত্তাব, নাদি ফুরুসিয়া, আব্দুল্লাহ বিন আমর,উসমান বিন আফফান, শাবরা ত্বামী, সালেহ আন নামাশ, ফাহাদ, আমহুজ, আতেকী, খালাফ, মিনা আব্দুল্লাহ, শাবরা মসজিদ, ফেরদাউস, আবু বকর, শাহ আমানত, মসজিদ রহমান, শাবরা-১, শাবরা-২ ও মাতলা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ।

ওইসব মসজিদে প্রবাসী বাংলাদেশি ঈমামরা ঈদুল ফিতরের নামাজ পড়িয়েছেন ও বাংলা খুতবা পাঠ করেন।

কুয়েতে এবার সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে।

অন্যদিকে, বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসা হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়