ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাই কনস্যুলেটে মতবিনিময় সভায় বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের ক্ষোভ

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫
দুবাই কনস্যুলেটে মতবিনিময় সভায় বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের ক্ষোভ

প্রবাসীদের সঙ্গে দুবাইর বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের সাধারণ প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা৷

এছাড়া কনস্যুলেটের সেবা সহজিকরণ, মিশনের মাধ্যমেই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চেয়েছেন আমিরাত প্রবাসীরা। কনস্যুলেট কর্মকর্তাদের কাছ থেকে সেবাগ্রহীতারা সম্মানপূর্বক আচরণ প্রত্যাশাও করেন।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজার হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে দুবাইর বাংলাদেশ কনস্যুলেটের এই মতবিনিময় অনুষ্ঠিত হয় । সভায় প্রবাসীদের কাছে থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

বিভিন্ন দাবি ও অভিযোগের প্রেক্ষিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসীদের সমস্যার সমাধান ও কনস্যুলার সেবাসমূহ আরো সহজিকরণ করার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। কনস্যুলেটে সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদাচরণের শিকার হওয়ার এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান করেন৷ সাধারণ প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়ের ব্যাপারে আগ্রহী হওয়ারও পরামর্শ দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক। 

লেবার কাউন্সেলর আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম সচিব শাহনাজ পারভীন, প্রেস উইং আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আরিফ, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ, এনাম চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

মতবিনিময় সভায় অংশ নেন শারজাহতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত ২ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

এদিকে মতবিনিময় সভার আয়োজন করে প্রবাসীদের সুখ-দুঃখ শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী কর্মীরা।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়