ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাইপ্রাসে প্রবাসীদের ঈদ উদযাপন

সাইপ্রাস সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৩০ মার্চ ২০২৫  
সাইপ্রাসে প্রবাসীদের ঈদ উদযাপন

সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাইপ্রাসেও আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ফুটবল স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থী, শ্রমিক, শিক্ষার্থী মিলিয়ে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। সাইপ্রাসের অধিবাসীরা খ্রিস্টান ধর্মালম্বী হওয়ায় ঈদের জামাতে স্থানীয়দের তেমন কাউকে দেখা যায় না। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

নামাজ শেষে বিভিন্ন দেশের লোকজন তাদের নিজ নিজ রীতি অনুযায়ী কুশল বিনিময় করেন। নামাজে আগত সবচেয়ে বেশি মুসল্লি সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিক। সাইপ্রাসে মোট অভিবাসীর ৮০ ভাগেরও বেশি সিরিয়া ও ফিলিস্তিন থেকে আসা। তারা এদেশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে।

এবারের ঈদ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য নামাজ আদায় করতে সুবিধা হয়েছে।
 

ঢাকা/মাহাফুজুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়