ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

ছাইয়েদুল ইসলাম, চীন থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৩১ মে ২০২৫  
চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চীনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন মো. ওয়ালী উল্লাহ। সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো. বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদসহ অন্যরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- মো. সাখাওয়াত হোসেন কানন এবং মো. আসিফ হক রুপু। সভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ঢাকা/হাসান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়