ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘন, ১,৪৬১ প্রবাসী গ্রেপ্তার

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ জুলাই ২০২৫  
কুয়েতে রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘন, ১,৪৬১ প্রবাসী গ্রেপ্তার

শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির সরকার

কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় (Ministry of Interior) ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তি, আইন লঙ্ঘনকারী, পলাতক, মাদক-সংক্রান্ত অপরাধ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তারের তথ্য উঠে এসেছে। 

এছাড়াও, লাইসেন্সবিহীন হকারদের বিরুদ্ধেও আইন প্রয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এর একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, মেজর জেনারেল হামাদ আল-মুনিফি-এর নেতৃত্বে মোট ১,৪৬১ জন প্রবাসী রেসিডেন্সি এবং শ্রম-সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৭৩০ জন শ্রম আইন লঙ্ঘনকারী এবং ৭৩১ জন পলাতক ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ১,২৭৬টি চেকপোস্ট পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২৩ জন ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, ৭৩১ জন পলাতক, ৭৩০ জন শ্রম ও রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৪৫৬ জন বৈধ পরিচয়পত্রবিহীন এবং ৩৭৬টি বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত যানবাহন।

এছাড়াও, অবৈধ পদার্থ রাখার দায়ে মোট ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৩৮৩ জন মাদকদ্রব্যের জন্য এবং ২০৬ জন নেশাজাতীয় দ্রব্যের জন্য সন্দেহভাজন ছিলেন।

এর পাশাপাশি স্থানীয় প্রশাসন ৪২৪ জন অবৈধ হকারকেও গ্রেপ্তার করেছে, ৭৪,৮৪২টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে, ১,৪২৬টি যানবাহন আটক করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির দ্বারা অভিযুক্ত অতিরিক্ত ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, পাবলিক সিকিউরিটি সেক্টর (Public Security Sector) আইন লঙ্ঘনকারী, পলাতক এবং যারা ন্যায়বিচার এড়িয়ে চলছে তাদের খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণকে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য এবং যেকোনো অবৈধ কার্যকলাপের বিষয়ে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে, অন্যথায় তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুশিয়ার করে দেওয়া হয়।

উল্লেখ্য, উপরোক্ত অপরাধ জনিত কারণে কতজন প্রবাসী বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন, এ তথ্যটি জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে বেশ কিছু প্রবাসী বাংলাদেশীও রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়