ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘এই ম্যাচ আমি মনে রাখব’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘এই ম্যাচ আমি মনে রাখব’

ভারতীয়রা বাংলাদেশের বিপক্ষে বড় জয় প্রত্যাশা করলেও বাস্তবতাটা বুঝেছিলেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগোর স্টিমাক। তাইতো তিনি বাংলাদেশকে খাটো করে দেখেননি। জানিয়েছিলেন বাংলাদেশও এই ম্যাচ জিততে এসেছে। ম্যাচ শেষেও তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। শেষে বলেছেন এই ম্যাচটি তিনি মনে রাখবেন।

ভারতের কোচ বলেছেন, ‘খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। আমরা ম্যাচটি জেতার যোগ্য ছিলাম। পুরো ম্যাচে আমরা প্রভাব বিস্তার করে খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। তবে আমাদের স্কোরিং ভালো ছিল না। আমার মতে আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশে গোলরক্ষক। সে খুবই ভালো খেলেছে। অভিনন্দন বাংলাদেশকে। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় বড় ম্যাচ খেলেছি। অনেক বড় বড় ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে দেখেছি। তবে এই ম্যাচটির কথা আমি মনে রাখব। এই ম্যাচের দর্শকদের কথা মনে রাখব। মনে রাখব সিটি অব জয় খ্যাত কলকাতার কথা। সকলকে ধন্যবাদ।’

ভারতের গোলরক্ষক যে গোলটি হজম করেছেন সেটি নিয়ে ম্যাচ শেষে সমালোচনা হয়েছে। তার পক্ষ নিয়ে কোচ বলেছেন, ‘আসলে এটা গোলরক্ষকদের জীবন। এটা আসলে ফুটবলারদের জীবন। কখনো কখনো তাদের দারুণ দিন হয়। কখনো কখনো খারাপ দিন যায়। ভুল করে। আসলে কাউকেই দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। কাতারের বিপক্ষে সে কিন্তু দুর্দান্ত খেলেছিল।’
 

কলকাতা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ