ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জ্ঞানের কাছে নয়, বিবেকের কাছে প্রশ্ন

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্ঞানের কাছে নয়, বিবেকের কাছে প্রশ্ন

অভিজিৎ রায়

একে আজাদ : মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত তার বিবেক। এই বিবেকের কাছেই আমার প্রশ্ন- এমন কেউ কি আছেন? কোটি টাকার বিনিময়ে মৃত একটি ব্যক্তিকে জীবন্ত ফেরত দেবেন। জানি পারবেন না। যখন মানুষের মধ্যে বিবেক থাকে না,  তখন তার সঙ্গে আর অন্য কোনো হিংস্র জানোয়ারের পার্থক্য থাকে না। আজ দেশের সর্বত্র দেখছি শুধু হিংস্রতা।

 

আমার রাজনীতিক দর্শন, আমার চিন্তা, আমার ধ্যান ও ধর্ম-বিশ্বাস আপনার কাছে ভালো নাও লাগতে পারে- এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমার লেখা আপনার ভালো না লাগলে আপনি পড়বেন না, দেখবেন না, এ লেখা নিয়ে চিন্তা, মন্তব্য কিছুই করবেন না। এ লেখার জন্য আমার প্রতি আপনার আক্রোশের প্রয়োজন আছে কি? আমাকে দুনিয়া হতে সরিয়ে দিতে হবে? আমাকে দেশান্তরী হতে হবে?

 

এ কেমন দেশ! যেখানে আমার জম্ম, সেখানে আমি আমার মতপ্রকাশ করতে পারব না? এ যেন নিজ দেশে পরবাসী। যে দেশে ফেসবুক বা ব্লগে মন্তব্য লিখলে গ্রেফতার, খুন-খারাপির শিকার হতে হয়।

 

আপনি ধর্মীয় রাজনীতি করছেন, বেশি করে করুন। তার আগে বেশি করে ধর্মীয় জ্ঞান অর্জন করুন। কেউ আপনাকে রাজনীতি করতে বারণ করবে না। ধর্মের প্রকৃত শিক্ষাগুলো মানুষের কাছে তুলে ধরুন। ভালো মনে করলে অবশ্যই জনগণ তা গ্রহণ করবে। জোর জবর-দোস্তি করে সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো ধর্মের নামে চালাবেন না। জনগণ অনেক সচেতন, তাদের বোকা বানাতে চেষ্টা করবেন না। মনে রাখবেন-  মানুষের জন্য ধর্ম বা রাজনীতি, ধর্ম বা রাজনীতির জন্য মানুষ নয়। ধর্ম বা রাজনীতি সব সময় ন্যায়নীতি, আইন বা অধিকার প্রতিষ্ঠার জন্য।

 

আমাকে কি বলতে পারবেন- কোন ধর্মে লেখা আছে ধর্মকে নিয়ে সমালোচনা করা যাবে না। বা কোন ধর্মে লেখা আছে- জোর করে কাউকে ধর্ম মানতে বাধ্য করতে হবে। সৃষ্টিকর্তাকে যে বিশ্বাস করবে, সে তাঁর দেখানো পথে চলবে। কেউ যদি কোনো ধর্মমতে চলতে না চায়, তাহলে অন্যের তাতে সমস্যা হওয়ার কথা না। তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিশ্চয় কোনো ব্যক্তির নয়। তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব স্রষ্টার। যারা মনে করে তার শাস্তি দেওয়া উচিত, তাদের বলব- আপনার ধর্ম দর্শন (ঈমান) খুবই দুর্বল। দ্রুত এ বিষযে জ্ঞান অর্জন করুন। কেউ কিছু বলল বা লিখল, তাতে সবাই তার নিজ ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে যাবে? ধর্ম কি জিনিস আগে ভালোভাবে জানুন, বুঝুন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৫/আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়