ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বন্যায় দুর্ভোগ

উজ্জল বিশ্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যায় দুর্ভোগ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিভিন্ন স্থানে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকটে পড়েছে অনেকেই। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা।

 


বন্যার পানিতে বাড়ি তলিয়ে যাওয়ায় এভাবেই রান্না করে খাচ্ছেন একটি পরিবার। ছবিটি সদর উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে তোলা।

 

জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম বরিয়াদহ নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে।

 

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজারে বন্যার পানি প্রবেশ করায় মালামাল সরিয়ে নিচ্ছেন দোকানিরা।

 

বন্যার পানিতে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা এলাকা তলিয়ে যাওয়ায় কলার ভেলা দিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন।

 

শরীয়তপুরে বন্যায় পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। ছবিটি নড়িয়া উপজেলা সদর থেকে তোলা।

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকার রাস্তা ডুবে গেছে। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া এলাকা থেকে তোলা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়