ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধুমতিতে স্ত্রীসহ গোসল করতে নেমে স্বামীর মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধুমতিতে স্ত্রীসহ গোসল করতে নেমে স্বামীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মধুমতি নদীতে নবদম্পতি গোসল করতে নামার পর পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্বামীর। আজ বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

হতভাগ্য এই স্বামীর নাম জনি মোল্লা (২৫) । তিনি কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের সাবু মোল্লার ছেলে ও ইজিবাইক চালক। বিগত তিন মাস আগে তিনি বিয়ে করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ সিকদার জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের মধুমতি নদীতে জনি মোল্লা তার স্ত্রীকে নিয়ে একসাথে গোসল করতে নামেন। পরে জনি মোল্লা নদীতে ডুব দেওয়ার পর আর উপরে উঠে আসেননি। এসময় তার স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী জনিকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ও খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে প্রায় চার ঘন্টা চেষ্টার পর নদী থেকে জনির মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, জনি পানিতে ডুব দেওয়ার পর শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক শিপন জানিয়েছেন, লাশ উদ্ধারের পর নিহতের সুরতহাল করা হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ গোপালগঞ্জ/৯ মে ২০১৯/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়