ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজিএমইএ ভবন সরাতে সময় চান রুবানা হক

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিএমইএ ভবন সরাতে সময় চান রুবানা হক

বিজিএমইএ ভবন ভেঙে ফেলার আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে মালামাল সরানোর জন্য ৫-৬ দিন সময় চেয়ে তা কার্যকরার আশ্বাস দিলেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

শনিবার সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে সাভারে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে অতিথি হিসেবে তিনি একথা জানান। পরে শিল্প পুলিশ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

এসময় তিনি বলেন, কমিউনিটি পুলিশের শিল্পাঞ্চলের বাইরে গিয়েও সৃজনশীল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়াটা অত্যন্ত ভালো ইঙ্গিত। এভাবে লোকালয়ের প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে পুলিশকে সম্পৃক্ত করতে পারলে সকলের উপকার হবে।

এসময় র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং শিল্প পুলিশের আইজিপি আব্দুস সালাম ছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা।

এছাড়া ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

 

সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়