ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুলবুলের প্রভাব পড়েনি চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলবুলের প্রভাব পড়েনি চট্টগ্রামে

ঘূর্ণিঝড় বুলবুল-এর কোন প্রভাব পড়েনি চট্টগ্রাম অঞ্চলে।

শনিবার রাত থেকে আবহাওয়া মেঘলা এবং থমকে থাকলেও বুলবুলের কারণে কোন ধরনের দমকা হাওয়া কিংবা ভারী বৃষ্টিপাত হয়নি।

এদিকে রোববার সকাল থেকে বুলবুলের শঙ্কা কেটে যাওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমাবনবন্দর এবং চট্টগ্রাম নৌ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলো সকাল থেকে তারা নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান রাইজিংবিডিকে জানান, প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে। সকাল ৬টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নির্ধারিত শিডিউলের ফ্লাইট উঠা-নামা করছে।

এদিকে চট্টগ্রাম বন্দর সচিব ওমার ফারুক রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বন্দর অভ্যান্তরে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম চালু হয়েছে। তবে বহিনোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য উঠানামা এখনো শুরু হয়নি।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে চট্টগ্রামে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়