ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় প্রার্থনা

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় প্রার্থনা

মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত হলো খ্রিস্ট সম্প্রদায়ের ১২৫তম ধন্য বুধবারের মহাসভা।

রোগমুক্তি কামনায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহের বুধবার ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য এই মহাসভা অনুষ্ঠিত হয়ে আসছে।

সে হিসেবে আজ বুধবার মুজিবনগর উপজেলার বল্লভপুর গির্জা মাঠে করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় দুইদিন ব্যাপী প্রার্থনার আয়োজন করা হয়েছে।

চার্চ অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ধন্য বুধবারের মহাসভার উদ্বোধন করেন কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভা: হেমেন হালদার।

এসময় উপস্থিত ছিলেন ভারত থেকে আসা রেভা: বিশ্বজিৎ বিশ্বাসসহ বিভিন্ন চার্চের পুরোহিত ও ডিনগণ। 

১২৫তম ধন্য বুধবারের মহাসভায় মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১০ হাজার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আগামীকাল সকালে প্রার্থনা ও ভোগের মধ্য দিয়ে শেষ হবে এই ধন্য বুধবার।

আয়োজকরা জানান, ভারতে ১২৫ বছর আগে রোগমুক্তি কামনায় খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ বুধবারে ঈশ্বরের কাছে প্রার্থণা করতেন। সেই থেকে এই প্রতি বছর ধন্য বুধবার পালন করা হচ্ছে। এখানে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে প্রার্থণা করা হয়। এবার চীনে হঠাৎ করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস থেকে খ্রিস্ট সম্প্রদায়সহ সকলের রোগমুক্তি কামনায় এবারের ‘ধন্য বুধবার’ পালিত হচ্ছে। 

 

জাকির/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ