ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকায় ডাকাত দলের হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:১০, ২৫ এপ্রিল ২০২৪
দক্ষিণ আফ্রিকায় ডাকাত দলের হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

নিহত কামাল হোসেন। (ছবি- সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় কামাল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।

নিহত যুবক কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি।

নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত তথ্যটি নিশ্চিত করেছেন।

সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার বিকেলে দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে। আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সে ব্যবস্থা করা হচ্ছে।

অনিক/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়