ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন রাসিক মেয়র লিটন

খাদ‌্যসামগ্রী বিতরণ করছেন রাসিক মেয়র লিটন

মহানগরীর নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহানগরীর হেতেমখা হরিজন পল্লীর বাসিন্দা ও আইডি বাগানপাড়ায় হিন্দু সম্প্রদায়ের এক হাজার পরিবারকে এ খাদ‌্যসামগ্রী দেন তিনি।

খাদ‌্যসামগ্রীর মধ‌্যে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি করে সাবান ছিল।

প্রথমে মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের হেতেমখা হরিজন পল্লীতে ৫০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র লিটন। এরপর ৬ নম্বর ওয়ার্ডের আইডি বাগানপাড়ায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের ৫০০ পরিবারেও খাদ্যসামগ্রী প্রদান করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, আওয়ামী লীগ নেতা  আসলাম সরকার প্রমুখ।

প্রসঙ্গত, রাসিক মেয়র লিটনের ব্যক্তিগত উদ্যোগে গত ২৭ মার্চ প্রথমধাপে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ২০ হাজার পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম করে ডাল বিতরণ করা হয়।

এছাড়া মহানগরীর তিন হাজার ৭০০ অসহায় মানুষের ঘরে ঘরে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি করে সাবান পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে বিতরণ করা হয়েছে।

এসব খাদ্যসামগ্রী দুয়েকদিনের মধ্যে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র লিটন।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়