ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে আরও ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৫, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে আরও ৫ জন করোনায় আক্রান্ত

সিলেট বিভাগে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে বিভাগের চার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জন।

সোমবার (৪ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের ফলাফল পজিটিভ আসে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সিলেট বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ চারজন মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টানেই আছেন ২ হাজার ৬৫৯ জন।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জ জেলায় ৭৪ জন, সুনামগঞ্জ জেলায় ৩৫ জন, সিলেট জেলায় ৩৩ জন ও মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন।



সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়