ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণার মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণার মামলা

৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণার মামলা হয়েছে।

গাড়ি আমদানীকারক এক ব্যবসায়ীর আমদানীকৃত ২০০ গাড়ির (সিএনজি থ্রি হুলার গাড়ি) ঢাকা শহরে চলাচলের জন্য রোড পারমিট করে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে সাহেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে ডবলমুরিং থানায় সাহেদ ও তার এক সহযোগীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন নগরীর ১৩৮০ ডিটি রোড ধনিয়ালা পাড়ার মেসার্স মেগা মোটর্স-এর ম্যানেজার মো. সাইফুদ্দিন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ কুমার দাস মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সাহেদ ও তার সহযোগী শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়