ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রঙ বাংলাদেশ’-এর একুশের পোশাক

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রঙ বাংলাদেশ’-এর একুশের পোশাক

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে রঙ বাংলাদেশ-এর শাড়ি

লাইফস্টাইল ডেস্ক : একুশ আমাদের অহংকার। একদার শোক আজ শক্তি। উদযাপনের প্রেরণা। বাঙালি তাই ২১ ফেব্রুয়ারির দিনটি তো বটেই পুরো ফেব্রুয়ারি নানাভাবে শ্রদ্ধাভরে উদযাপন করে। এমনকি তার পোশাক এই উদযাপনের বিশেষ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে।

 

বাংলাদেশের দেশিয় ফ্যাশন ইন্ডাস্ট্রি তাই এই মাসটিকে সচেতনভাবে মাথায় রেখেই তৈরি করে থাকে এ সময়ের উপযোগী পোশাক। জনপ্রিয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশও পোশাকে উদযাপন করছে ফেব্রুয়ারি।

 

ফ্যাশন হাউজ ‘রঙ’ বর্তমানে ‘রঙ বাংলাদেশ’ হিসেবে পরিচিত। ব্র্যান্ডটির একুশে পোশাকের আয়োজনে এবার বিষয় রাখা হয়েছে বর্ণমালা- এক সূতায় গাঁথা।

 

ইতোমধ্যে কমে এসেছে শীতের প্রকোপ। তাই রঙ বাংলাদেশ-এর একুশে পোশাকের কালেকশনটি সাজানো হয়েছে পুরোপুরি সুতি কাপড়ে। সাদা আর কালোর সৌকর্যে বিনির্মিত এই কালেকশনে ডিজাইনাররা প্রয়াস পেয়েছেন ফ্যাশনপ্রিয়দের পছন্দকে ছোঁয়ার। স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এম্ব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক আর মিক্স মিডিয়ায় সুষম আর দৃষ্টিনন্দন ব্যবহারে প্রতিটি পোশাককে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে।

 

এই কালেকশনে রয়েছে: শাড়ী, পাঞ্জাবি, সালোয়ার-কমিজ-দোপাট্টা, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, বাচ্চাদের পোশাক, কাপল ড্রেস। মেয়েদের পোশাক ৫০০-২৫০০ টাকা, পুরুষ পোশাক ৮০০-২০০০ টাকা, বাচ্চাদের পোশাক ৩০০-১২০০ টাকা এবং উপহার সামগ্রী ২৫০-৩০০ টাকায় পাওয়া যাবে।

পোশাকগুলো পাওয়া যাচ্ছে ঢাকার হাসিম টাওয়ার, তেজগাও, গুলশান লিংক রোড; টোকিও স্কয়ার, মোহাম্মদপুর; কে এ-২৪৪ প্রগতী স্মরণী, কুরিল; যমুনা ফিউচার পার্ক; বসুন্ধরা সিটি শপিং মল দেশীদশ; সীমান্ত স্কয়ার, নিউ বেইলি রোডের আউটলেটে। ঢাকার বাইরে নায়ারণগঞ্জ ওয়ালী সুপার মার্কেট; চটগ্রাম পাঁচলাইশের আফমি প্লাজার দেশীদশ, সিলেট কুমারপাড়ার বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সের দেশীদশ এবং ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট রোডের এলেন কোর্ট আউটলেটে।

 

এছাড়া কেনা যাবে অনলাইনেও (www.rang-bd.com)। রয়েছে হোম ডেলিভারির সুবিধা। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়