ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল-২ আসনে প্রধান দুই দলেই একাধিক মুখ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ১৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল-২ আসনে প্রধান দুই দলেই একাধিক মুখ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে বরিশাল-২ আসনেও। সন্ধ্যা নদী তীরের উপজেলা বানারীপাড়া-উজিরপুর নিয়ে গঠিত এই আসনটিতে প্রার্থীতার একক দাবিদার নেই।

এ আসনে দেশের প্রধান দুই দলের ভোট পরিসংখ্যান সমান-সমান মনে করা হয়। এখন পর্যন্ত এ আসন থেকে কোন প্রার্থী বারবার নির্বাচিত হওয়ার ঘটনাও তেমন নেই। আবার একই সাথে এক প্রার্থী একাধিকবার মনোনয়ন পাওয়ার নজির নেই। এ আসনে হিন্দু ভোটার বেশি হলেও কারো দিকে তা একচেটিয়া নয়।

বরাবরই নির্বাচনের পূর্বে এই আসনের প্রতি নজর থাকে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি ও জাসদসহ সবদলেরই। দলীয় নীতি নির্ধারকদের সিদ্ধান্ত’র উপরই নির্ভরশীল থাকেন এখানকার মনোনয়নপ্রত্যাশীরা। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

আসন্ন নির্বাচনকে ঘিরে এই আসনে এবারও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দল থেকেই একাধিক প্রার্থী মনোনয়ন লাভের দৌড়-ঝাঁপে রয়েছেন। তবে আওয়ামী লীগ থেকে একজন সাংবাদিক প্রার্থী হয়ে চমক সৃষ্টি করতে পারেন।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রনেতা শাহে আলম, শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়ার তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। স্থানীয়দের মতে এখানে দৌড়-ঝাঁপে এগিয়ে অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি।

এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন- এস সরফুদ্দিন সান্টু, অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও হুইপ শহিদুল হক জামাল এবং সাংবাদিক নেতা ইলিয়াস খান।

এছাড়াও মনোনয়ন চাইছেন যুব সংহতির ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মো. নাসির, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম সুজন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা নেছারউদ্দিন।

আলাপকালে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমি বিগত দিনে উজিরপুর-বানারীপাড়ায় কি উন্নয়ন করেছি তা জনগনই জানেন। ইতো মধ্যে এখানে মাদক, সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত হিসেবে বরিশাল-২ এখন রোল মডেল।’

সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘকাল ধরে যুক্ত। বাবা মরহুম গোলাম কুদ্দুস মোল্লা বানারীপাড়া ইউনিয়ন বোর্ডের দীর্ঘকাল প্রেসিডেন্ট ছিলেন। ছোট ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা প্রায় ১৯ বছর বানারীপাড়া পৌর সভার নির্বাচিত মেয়র ছিলেন। এখন তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে সংসদীয় আসনের নেতাকর্মীদের সবসময় পাশে থেকেছি। প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করব।’

সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি বলেন, ‘আশির দশক থেকেই সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আসনের নেতাকর্মী থেকে শুরু করে জনগন কী চায় তা আমি বুঝি।’

ফাইয়াজুল হক রাজু বলেন, ‘রাজনৈতিক পরিবারে আমার জন্ম। তাই ছোট থেকেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ। এ বিষয়টি প্রধানমন্ত্রীও অবগত। সেই সুবাদে দলীয় মনোনয়ন পেতে পারি।’

ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘১৪দল জোটবদ্ধ নির্বাচন না বরিশাল-২ আসনে ওয়ার্কাস পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো। দলীয় হাইকমান্ড থেকে সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘২০০৮ সালে যারা বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনা চালায়নি। তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মতো কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে ঢাকায় বসে বিরোধীতা করছেন।’

সাবেক হুইপ শহীদুল হক জামাল বলেন, ‘আসছে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রার্থীতা নিয়ে চমক থাকছে।এর জন্য একটু অপেক্ষায় থাকতে হবে ভোটারদের।’



রাইজিংবিডি/বরিশাল/১৫ মার্চ ২০১৮/জে.খান স্বপন/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়