ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় মাদকের আখড়া হিসেবে খ্যাত সদরঘাট থানার বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদকসহ তিন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে সদরঘাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ হানিফ প্রকাশ খোকন (৩৫), আবদুল্লাহ (২৮) এবং খোকন কুমার দাশ (৩২)। তাদের কাছ থেকে থেকে ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনিতে সকালে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘ দিন ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। 

তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়