ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে আ.লীগ প্রার্থীকে কারণ দর্শাও নোটিশ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে আ.লীগ প্রার্থীকে কারণ দর্শাও নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের আগের দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ের বাইরে এসে শনিবার সন্ধ্যায় ‘উঠান বৈঠক’ করার অভিযোগে নৌকার প্রার্থীকে নোটিশ পাঠানো হয়েছে। আজকের মধ্যেই সাদিক আবদুল্লাহকে ওই নোটিশের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কোনো শংকার প্রশ্নই আসে না। আগামীকাল সোমবার এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

এ সময় তিনি বলেন, শনিবার নিয়মের মধ্যে থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উঠান বৈঠক করেছেন। মূলত আওয়ামী লীগের গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা অভিযোগ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরসহ দলীয় নেতারা।



রাইজিংবিডি/বরিশাল/২৯ জুলাই ২০১৮/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়