ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ২০ নতুন ডেঙ্গু রোগী

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ২০ নতুন ডেঙ্গু রোগী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নতুন করে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় গত দুই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪১ জন।

গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে ১৭ জন ও অন্যান্য উপজেলায় আরো ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে মাহমুদা বেগম (৩৫) না‌মে এক ডেঙ্গু রোগীর মৃত্যুর পর সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামান্য জ্বর হলেও রক্ত পরীক্ষা করতে হাসপাতালে ছুটছেন তারা।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘বেশ কয়েকদিন ডেঙ্গু রোগী সংখ্যা কম ছিল। কিন্তু হঠাৎ করে আবারো ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতালে একজনের মৃত্যুর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। সামান্য জ্বর বা কাশি হলেও তারা রক্ত পরীক্ষা করছেন।’

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/০১ সেপ্টেম্বর ২০১৯/বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়