ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

চসিকের বিভিন্ন রাজস্ব সার্কেলে বড় রদবদল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চসিকের বিভিন্ন রাজস্ব সার্কেলে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিভিন্ন রাজস্ব সার্কেলে একযোগে বড় ধরনের রদবদল ঘটেছে।

রাজস্ব আদায় নিয়ে দীর্ঘদিনের নানা অনিয়ম দুর্ণীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি মেয়র রাজস্ব সার্কেলের ২২৫ কর্মকর্তা কর্মচারীকে বদলী করা হয়েছে। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশন এই রদবদলের আদেশ প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মফিদুল আলম স্বাক্ষরিত এই বদলী আদেশে উল্লেখ করা, হয় সিটি কর্পোরেশনের রাজস্ব প্রশাসনের কাজে গতি আনয়নের স্বার্থে দায়িত্ব পুনর্বন্টন করা হলো।

আদেশে ৮টি রাজস্ব সার্কেলের মধ্যে দুই কর কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া ২৭ জন উপ কর কর্মকর্তা, ৮জন উপ কর কর্মকর্তা (লাইসেন্স), ১৩০ জন কর আদায়কারী ও ৫৮ জন অনুমতি পরিদর্শককে একই বিভাগের বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা জানান, চসিকের রাজস্ব আদায়ে গতি আনতে এবং রাজস্ব ফাঁকি ও অনিয়ম বন্ধে বড় রদবদল করা হয়েছে।

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৪ সেপ্টেমবর ২০১৯/রেজাউল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়