ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিশ্বকাপজয়ী দলের ৮ জন বিকেএসপির দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপজয়ী দলের ৮ জন বিকেএসপির দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত

যুব বিশ্বকাপ জয় করা দলের সদস্যদের আটজন বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র, দিনাজপুর থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

এ কারণে এই প্রশিক্ষণকেন্দ্রের বিশ্বকাপ জয়ের আনন্দ একটু বেশিই। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা দারুণ খুশি।

বিশ্বকাপ জয়ের নায়ক দলের অধিনায়ক আকবর আলীসহ একাদশের ৮ জনই দিনাজপুরকেন্দ্র থেকে হাতে-কলমে প্রশিক্ষণপ্রাপ্ত।

আকবর আলী রংপুর শহরের জুম্মাপাড়া মহল্লার মো. মোস্তফা কামাল ও মোছা. সাহিদা বেগম দম্পতির ছেলে। তিনি ২০১৫ সালে এই কেন্দ্র থেকে ক্রিকেটে প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছেন।

প্রশিক্ষণ নেয়া অন্য সাতজন হলেন, কক্সবাজারের হাসান আলী (বের হয়েছেন ২০১৫ সালে), চাঁদপুরের শামীম পাটোয়ারী (বের হয়েছেন ২০১৫ সালে), পিরোজপুরের প্রান্তিক নওরোজ নাবিল (বের হয়েছেন ২০১৭ সালে), সিলেটের তানজিম হাসান সাকিব (বের হয়েছেন ২০১৮ সালে), কুড়িগ্রামের মো. মাহীন আলম (বের হয়েছেন ২০১৯ সালে), চট্রগ্রামের পারভেজ হোসেন ইমন (বের হয়েছেন ২০১৬ সালে) ও ঢাকার আশরাফুল ইসলাম পিয়াস (বের হয়েছেন ২০১৯ সালে)।

আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক আখিনুর জামান জানান, এটা তাদের জন্য আনন্দের। তারা এতটাই খুশি যে বলার ভাষা নেই।

 

ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়