ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চট্টগ্রামে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত আটজন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে । তাঁরা হলেন - জসিম উদ্দিন, আনোয়ার হোসাইন, লালু ফকির, জসিম উদ্দিন, বেলাল উদ্দিন তাওরাত, (২২), বাদশা, (২৯), জহির উদ্দিন, সিরাজ মেস্ত্রী, চুনতি।

পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় লবণবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন ১০ জন। পরে আহতদের হাসপাতালে নিলে আরো দুইজনের মৃত্যু হয়। এদের মধ‌্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জসিম উদ্দিন ও বেলাল উদ্দিন। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি বান্দরবানের আজিজ নগর ইউনিয়নের রোড পাড়ায়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো সাত জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা বেশি গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মো. আলমগীর। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।


রেজাউল/বাসু/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়