ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২১ মে ২০২৪  
শেরপুরে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

জাল ভোট দেওয়ায় গ্রেপ্তার জলিল মিয়া

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম জলিল মিয়া (৩০)। তিনি উপজেলার দক্ষিণ কায়দা গ্রামের রমজান আলীর ছেলে। 

মঙ্গলবার (২১ মে) নকলা পৌরশহরের ১০নং কায়দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় গ্রেপ্তার হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। 

আরো পড়ুন:

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেরপুরে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুটি হলো নকশা ও নালিতাবাড়ী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

নকলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন। 

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
 

তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়