ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বাগেরহাটে ভোটের ব্যবধান ১ লাখ ৭৯ হাজার

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ভোটের ব্যবধান ১ লাখ ৭৯ হাজার

বাগেরহাট-৪ আসনে বিজয়ী মো. আমিরুল আলম মিলন

বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল আলম মিলন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৭৯ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাজন কুমার মিস্ত্রী পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৪৪ ভোট।

দেখা যায়, মোরেলগঞ্জ ও  শরণখোলা এই দুটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ৫৯ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়েছে।

শনিবার রাত সাড়ে দশটায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট-৪ আসনের রিটার্নীং কর্মকতা মো. ইউনুচ আলী তার কার্যালয়ে বসে এই ফলাফল ঘোষণা করেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন।

 

টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়