সিরাজগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (৯ মে) সকালে জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। এ সময় আটক লিটন হোসেন (৩৫) মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
আটক লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই নাজমুল হক। শনিবার (৯ মে) আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
রাসেল/বকুল
রাইজিংবিডি.কম