ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

সিলেটে করোনার উপসর্গ নিয়ে ইউপি সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৪, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে করোনার উপসর্গ নিয়ে ইউপি সচিবের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন।

৩৪ বছর বয়সী এ যুবক শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ মে) দুপুরে মারা যান।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে আবুল হোসেন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। তিনি জ্বর ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুরে তিনি মারা যান।

ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হযেছে। প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করবে।


সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়