ঢাকা     মঙ্গলবার   ৩০ মে ২০২৩ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

মেজর সিনহা হত‌্যা: জবানবন্দি শেষে কারাগারে নন্দ দুলাল

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ১৭:৩৬, ৩১ আগস্ট ২০২০
মেজর সিনহা হত‌্যা: জবানবন্দি শেষে কারাগারে নন্দ দুলাল

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত পুলিশ সদস্য এসআই নন্দ দুলাল রক্ষিতের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালতে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টায় তাকে আদালতে নেওয়া হয়। কক্সবাজারের আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ এ তথ‌্য নিশ্চিত করেন।
এর আগে এসআই নন্দ দুলাল রক্ষিতের স্বাস্থ্য পরীক্ষার জন্য পৌনে ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

পরিদর্শক প্রদীপ বলেন, ‘আদালতে আনার পর আসামি এসআই নন্দ দুলাল রক্ষিতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে জৈষ্ঠ্য বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ’র আদালতে হাজির করা হয়। পরে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি নেওয়া শুরু হয়। বিকাল সাড়ে ৩টার জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি লিয়াকত আলী।

এছাড়া এর আগে দুই দফায় মামলার আসামি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্যের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।
এ নিয়ে মামলায় এ পর্যন্ত পাঁচ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।

গত ২৮ আগস্ট সিনহা হত্যা মামলার মূল অভিযুক্ত বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

নিয়ম অনুযায়ী ওসি প্রদীপকে আদালতে আনার কথা থাকলেও কখন আনা হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৮ আগস্ট মামলার মূল অভিযুক্ত তিন আসামিকে প্রথম দফায় সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেওয়া হয়।
পরে রিমান্ড শেষে গত ২৪ আগস্ট তাদের আদালতে আনা হলে নতুন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এরপর গত ২৮ আগস্ট আদালত এ তিন আসামির তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সুজাউদ্দিন রুবেল/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়