ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমসি কলেজে গণধর্ষণ: রবিউল গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজে গণধর্ষণ: রবিউল গ্রেপ্তার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি রবিউলকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (২৭ নভেম্বর) রাত ১০টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিউল সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রবিউলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক নবদম্পতি প্রাইভেটকারে করে এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। এ সময় এমসি কলেজ ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। ওই তরুণীকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় পুলিশ।

এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করে শাহ পরান থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। এ মামলার আসামিরা হলো- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম তারেক (২৮), শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান মাসুম (২৫)।

হবিগঞ্জ/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়