ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এমসি কলেজের ঘটনা দুঃখজনক, অবশ্যই বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:০৮, ১ অক্টোবর ২০২০
এমসি কলেজের ঘটনা দুঃখজনক, অবশ্যই বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কখনও হওয়া উচিত না। অপরাধীরা যেকোন দলের বা গোষ্ঠির হোক, ডাজ নট মেটার। সরকার এ ব্যাপারে খুব শক্ত অবস্থানে। তাদের অবশ্যই বিচার হবে।’

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিমানবন্দরের আধুনিয়কায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতেই মন্ত্রীর সিলেট সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা থাকলে জনগণের জন্য কিছু দেন। আমরা খুব সৌভাগ্যবান। শুধু আমরা (সিলেটবাসী) বিমান নয়, খুব শিগগিরই আমরা আশা করি ছয় লেন মহাসড়ক হবে এবং রেলওয়ে খুব উন্নত হবে।’

সিলেটে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

নোমান/সাজেদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়