ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মা ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জে ১৬ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ৩০ অক্টোবর ২০২০  
মা ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জে ১৬ জেলের কারাদণ্ড

মা ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে ১৬ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের সবাইকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান ও ইলিয়াস শিকদার এসব তথ্য নিশ্চিত করেছন।

এ প্রসঙ্গে জেলার লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত লৌহজংয়ে পদ্মা নদীর কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জন জেলেকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃত সবাইকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

রতন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়