ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: একজনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৫ নভেম্বর ২০২০  
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: একজনের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহীতে বিদেশে পাঠানোর নামে প্রতারণার মামলায় খলিলুর রহমান ওরফে লিটন নামের এক ব‌্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. উজ্জ্বল মাহমুদ এ রায় দেন।

খলিলুর রহমান লিটন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খইশাল গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিবুল ইসলাম জানান, ২০১৪ সালের ২০ ডিসেম্বর লিটন বাগমারা উপজেলার ঝাড়গ্রামের বাসিন্দা এটিএম মোকসেদুরসহ ১০-১২ ব্যক্তিকে ইরাক ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে ১১ লাখ টাকা হাতিয়ে নেন। বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় লিটনের কাছে টাকা ফেরত চাইলে সে তা দিতে অস্বীকার করে। একপর্যায়ে সে ভুয়া চেক দেয়। এ ঘটনায় মোকসেদুর রহমান মামলা দায়ের করেন। আদালত থেকে জামিন নেয় খলিলুর রহমান লিটন। জামিনের পর থেকেই লিটন পলাতক ছিলো। বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

তানজিমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ