ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে ১৮ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ নভেম্বর ২০২০  
রাজশাহীতে ১৮ দালাল আটক

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ এর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ১৮ জন রোগী ধরার দালালকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

এদের বিরুদ্ধে অসহায় রোগীদের জিম্মি করে অ‌্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় এবং হাসাপাতাল থেকে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে রোগী নিয়ে গিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

আরএমপির গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামেক হাসপাতাল এবং লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় রোগীদের জিম্মি করে অ‌্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় চক্রের সদস্য ও রোগী ধরার দালালসহ ১৮ জনকে আটক করা হয়।

তিনি বলেন, ‘আটককৃতরা রাজশাহী মহানগর এবং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে রোগী ধরার দালাল চক্রের মূলহোতার সন্ধান পাওয়া গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে। এছাড়া আটককৃত ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

তানজিমুল হক/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়