ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

হবিগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ পেলেন ২১ নারী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
হবিগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ পেলেন ২১ নারী

মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২১ জন নারীকে ঋণের চেক প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল।

আলোচনা শেষে অসহায়, বিধবা, স্বামী পরিত্যাক্তা, তালাকপ্রাপ্তা এবং বেকার নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে  সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমের আওতায় ২১ জন নারীকে ১৫ হাজার টাকা করে ২০ মাসে পরিশোধ যোগ্য ঋণের চেক প্রদান করা হয়।

ঋণ পাওয়ায় নারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তারা এ টাকা দিয়ে বাড়ি বাড়ি কর্মসংস্থান গড়ে তুলে নিজেরা স্বাবলম্বী হবেন। 

মামুন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ