ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে বইমেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২১  
বাগেরহাটে বইমেলা শুরু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বাগেরহাটে ৭ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। 

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাগেরহাট শহরের শালতলায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও পায়রা এবং বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মাদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় লেখক, প্রকাশক, পাঠক ও গ্রন্থাগার সমমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে বই মেলা উপলক্ষে এক আলোচনা সভা হয়। 

২১ ফেব্রুয়ারি বিকেলে শুরু হওয়া এই মেলা ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেষ হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা থেকে কেনাকাটা করা যাবে।  

টুটুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়