ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সিংগাইর পৌরসভা নির্বাচন: শেষ হচ্ছে প্রচার প্রচারণা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২১
সিংগাইর পৌরসভা নির্বাচন: শেষ হচ্ছে প্রচার প্রচারণা

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আর কোনো ধরনের প্রচার প্রচারণা করতে পারবেন না। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু নাঈম মো. বাশার নৌকা প্রতীকে ও বিএনপির মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম ভূইয়া ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। 

পৌর সভার ৯টি ওয়ার্ডে ২৭ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯জন প্রতিদ্বন্দিতা করছেন। মেয়র পদে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেছেন। 

এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস। 

জেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১১টি কেন্দ্রের ৬৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬৮৫ জন। এদের মধ্যে ১১ হাজার ১২০ জন পুরুষ ও ১১ হাজার ৫৬৫ জন নারী ভোটার রয়েছেন। 

বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম ভূইয়া বলেন, ‘গত দুই মেয়াদে জনগণের ভোটে আমি মেয়র হয়েছি। আমি তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জনগণের রায়ে আবারও মেয়র নির্বাচিত হব।’ 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু নাঈম মো. বাশার বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় সমন্বয় গড়ে ওঠেনি। তবে এবার সবার দলীয় সহযোগিতা ও সমন্বয় থাকায় জনগণের রায় নৌকার পক্ষেই হবে। জনগণের ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে দায়িত্বরতদের দুই দিনের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। আজ রাত ৮টার পর থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিটি কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জামাদী পৌঁছে যাবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ