ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে চুয়েটশিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২১ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৯, ২১ মার্চ ২০২১
ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে চুয়েটশিক্ষার্থী গ্রেপ্তার

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌‌্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২১ মার্চ) নগরীর নালাপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম এই তথ‌্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, ফেসবুকে চুয়েট আড্ডাবাজ নামে একটি গ্রুপে ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেন সৌরভ চৌধুরী।  ওই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া, এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাউজান থানায় মামলা দায়ের গ্রেপ্তার করা হয়েছে। 

সহকারী পুলিশ  সুপার বলেন, সৌরভের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। তাকে মামলার ভিত্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল/এনই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়