ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শফী হত্যা মামলা: জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৫, ১২ এপ্রিল ২০২১
শফী হত্যা মামলা: জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

শাহ আহমদ শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রতিবেদনে হেফাজতে ইসলামের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। পিবিআই’র চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পিবিআই সূত্র জানায়, বুধবার (৭ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হয়।

আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর হেফাজতে ইসলামের বর্তমান কমিটির আমীর জুনায়েদ বাবুনগরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ মামলা করা হয়। আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন বাদী হয়ে মামলা করেন। আদালত সেই মামলা আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন।  

রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়