ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এই লকডাউন দিয়ে লাভ কী: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৪৩, ১৩ এপ্রিল ২০২১
এই লকডাউন দিয়ে লাভ কী: কাদের মির্জা

আবদুল কাদের মির্জা (ফাইল ছবি)

সরকার-ঘোষিত লকডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।  তিনি বলেন, ‘লকডাউন  কেউ মানে? কাল থেকে দেখবেন প্রত্যেক পাড়া-মহল্লায়, ঘরের সামনে সিড়ির ওপরে সব ছেলে-মেয়ে বসা। এটা কি লকডাউন?  এই লক ডাউন দিয়ে লাভ কী?’ মঙ্গলবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে মির্জা কাদের এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমি বলছি করোনা আমাদের সঙ্গী  হয়ে গেছে। টিকা নেওয়ার পরেও করোনা হচ্ছে। আমি বলছি, স্বাস্থ্যবিধি মেনে,নিরাপদ দূরত্ব বজায় রেখে,সামাজিক দূরত্ব বজায় রেখে আমারা যদি এগিয়ে যাই, তাহলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবো না। দেশ এগিয়ে যাবে।’


কাদের মির্জা বলেন, ‘আল্লাহ করোনা দিয়েছে, এজন্য এটা খোদার গজব। এটাকে সঙ্গে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘এদেশে কি মাহাথির মোহাম্মদ আছে?  নেই ।’

মেয়র বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে আমাদের পৌরসভায় লকডাউনের কারণে প্রায় ৫/৭  হাজার লোকের মধ্যে  সাড়ে ৪ শত টাকা করে দেওয়ার কথা ছিল। হঠাৎ করে আমাদের  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তা স্থগিত ঘোষণা করেছে। এদেশে সব আইন, সব সিদ্ধান্ত  গরিবের বিরুদ্ধে আর বড় লোকের পক্ষে। আপনারা বড় লোককে বড় লোক বানাতে চান, গরিবকে গরিব বানাতে চান।’

কাদের মির্জা বলেন, ‘সব দলের রাজতৈনিক নেতা, প্রথম সারির দুই-একজন আছেন, দ্বিতীয় সারির সব নেতা আজকে আমেরিকাসহ কয়েকটা দেশে তাদের বাড়ি-গাড়ি ও ব্যাংক ব্যালেন্স আছে। এগুলোর তদন্ত হওয়া উচিত। কেউ এইগুলো নিয়ে মনে কষ্ট নিলে আমার কিছু যায় আসে না। আমি কাউকে ভয় করি না।’

/সুজন/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ