ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফসলের ক্ষেতে পড়ে ছিল নারীর লাশ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০৪, ২৫ এপ্রিল ২০২১
ফসলের ক্ষেতে পড়ে ছিল নারীর লাশ

মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে সকিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের এক ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সকিনা বেগমের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তিনি ওই গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে।

তিনি স্বামী পরিত্যাক্তা। তার কোনো সন্তান নেই। তিনি বাবার বাড়ি থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশের নির্জন ফসলের ক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাল রঙের একটি কম্বলের উপর উল্টো হয়ে লাশটি পড়ে ছিল। লাল রঙের ওপর সবুজ ফুলের ছাপা শাড়ির আচল গলায় প্যাচানো  ছিল। তার গলা ও মুখে আঘাতের চিহ্ন রক্তের দাগ আছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।

ওসি তারক বিশ্বাস জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

শাহীন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়