ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৯, ৭ মার্চ ২০২৪
তল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার এক ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

মারা যাওয়া ওই নারীর নাম আলেয়া বেগম (৪০)। এ ঘটনায় বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আলেয়া বেগমের আত্মীয় মনতাজ মিয়া জানান, আলেয়া বেগমের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্বামী হাবিবুর রহমানের ৮৫ শতাংশ ও শাশুড়ি সামান্তা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ফতুল্লার তল্লা এলাকার তিনতলা একটি ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ মাসের এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হন।
 

নারায়ণগঞ্জ/রাকিব/বুলাকী 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়