ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

হাকিমপুরে সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৮ এপ্রিল ২০২১  
হাকিমপুরে সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে হিলি এলএসডি গোডাউনে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন প্রমুখ।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে হিলিতে ৮৮৫ মেট্রিক টন ধান এবং ৪৫ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ করা হচ্ছে ১০৮০ টাকা মণ দমে এবং গম ১১২০ টাকা মণ দরে। অর্থাৎ ধান ২৭ টাকা কেজি দরে ও গম ২৮ টাকা কেজি দরে কেনা হচ্ছে।

কৃষক বাবুল হোসেনের কাছে থেকে এক মেট্টিক টন ধান ক্রয় করে এর উদ্বোধন করা হয়।

মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়